১৫-২০ মিনিট পর ভক্তিদেবী আসলেন। হাতে মাঝারী সাইজের একটা ট্রে। তাতাইয়ের সামনে টেবিলের উপর নামিয়ে রাখলেন। একটা প্লেটে মিষ্টি, আরেকটা তে বিস্কিট, কোনটাতে সেমাই, কোনটাতে আবার কাস্টার্ড জাতীয় কিছু একটা, সাথে চা তো আছেই।
-বেশী কিছু করিনি রে। নে, শুরু কর।-হুম মাসী, এত কম কেন? আরো চার পাচ পদ হলে ভালো ছিল... ব্যঙ্গ করলো তাতাই।
- হা, হা, হাহ ফাজিল। হাসির দমকে দুধ দুটোতে ঢেউ খেলছিলো। খা এবার, বলে নিজেও একটা প্লেট নিলেন।
টিভির দিকে চোখ পরতেই বললেন, কি যে ছাই দেখিস তোরা, ইংলিশ আর ইংলিশ।